জাকারিয়া মাহমুদ-১৯৯১ সালের ১৪ ফেব্রুয়ারি, ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর গ্রামে জন্ম। পিতা হাফেজ মাওলানা সোলায়মান মাস্টার, যিনি কালামপুর হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও কালামপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম খতীব ছিলেন এবং ভালুম-কালামপুর এ আর খান স্কুলের সিনিয়র হেড মাওলানা ছিলেন। মাতা পরহেজগার গৃহিনী। পরিবারে ৩ ভাই বোনের মধ্যে আমি ৪র্থ।
প্রথমে কালামপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস থ্রী পর্যন্ত পড়াশোনা করি। পরবর্তীতে বাইপাইল আল আমীন মাদরাসায় হিফজ সম্পন্ন করি, এরপর সাভার ব্যাংক কলোনী মাদরাসায় তাইসির থেকে নাহবেমীর পর্যন্ত অধ্যায়ন। লালবাগ মাদরাসায় হেদায়াতুন্নাহু, ধামরাই ইসলামপুর মাদরাসায় খন্ডকালীন হেদায়াতুন্নাহু, বড় কাটারা মাদরাসায় কাফিয়া থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন। মৌচাক মারকাযুল কুরআন মাদরাসায় ইফতা সম্পন্ন।
একাধিক দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান কামিয়াব ডিজাইন ও প্রকাশনীর স্বত্তাধিকারী
ছাত্র জীবনে প্রথমে ইসলামী ছাত্র মজলিস এর সদস্য হিসেবে কাজ করি, পরবর্তীতে মুফতী আমিনী রহ. এর তত্ত্বাবধানে পরিচালিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্রমোর্চা চকবাজার থানার সেক্রটারি, ছাত্রমোর্চা ঢাকা মহানগরের সেক্রেটারি এবং পরবর্তিতে (ছাত্রমোর্চার পরিবর্তিত নাম) ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সব শেষ সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি।
২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ, সম্মেলন, মিছিলসহ ঈমানী আন্দোলনে নিয়মিত অংশগ্রহন করি।
* বর্তমানে দেশের কওমী মাদরাসা থেকে ফারেগীনদের ব্যাচ ভিত্তিক সংগঠন, জাতীয় তাকমিল পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি, ও সীরাত ভিত্তিক জাতীয় সংগঠন রহমাতুল্লীল আলামীন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছি।
সমাজসেবায় অবদান রাখা মানে শুধু দান নয়, বরং দায়িত্ব। সমাজ যদি উন্নত হয়, আমরা প্রত্যেকেই তার সুফল ভোগ করি। তাই সমাজের মানুষের পাশে দাঁড়ানো, দুর্দশাগ্রস্তদের সাহায্য করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা ব্যক্তিগত জীবনে অবদান রাখার সর্বদা চেষ্টা করি, রোহিঙ্গা পূনর্বাসন, শাপলা শহীদ, বন্যায় এমনকি দরিদ্র এলাকায় নিয়মিত সমাজসেবা প্রদান করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ।
মাসিক নতুন ডাক এর সহকারী সম্পাদক (প্রকাশকাল : ২০০৯ থেকে ২০১৩) অনলাইন পত্রিকা স্বাধীনবার্তা এর সম্পাদক (প্রকাশকাল : ২০১০ থেকে ২০১৩) পাক্ষিক ইত্তিহাদ এর সম্পাদক (প্রকাশকাল : ২০১০ থেকে ২০১৩) হেফাজতবার্তা এর সহকারী সম্পাদক (প্রকাশকাল : ২০১৩ ) দৈনিক বিশ্ব ইজতেমা এর সম্পাদক (প্রকাশকাল : ২০১৪ থেকে চলমান) অনলাইন পত্রিকা বাংলাধ্বনি এর সম্পাদক (প্রকাশকাল : ২০১৯ থেকে চলমান)